অশ্রু ঝরা কান্না
...... লেখক: মোঃ রাকিব হোসেন..... হয়তো বা বেঁচে আছি, নীরবের কান্নায়, কেউ দেখে হাসি খুশি, ভিতরে যে অশ্রু । নিরবে কাঁদি আমি, হাসি সারাক্ষণ, হৃদয়েতে আছে, শুধু কষ্ট চাপা । ভেঙে যাওয়া মনটা যে, কি যেন খুঁজে, কান্না হাসির পৃথিবী তে, সব রবে পরে।। ভেঙে যাওয়া মনটা যে, শুধু পরে রবে, পৃথিবীর মায়া ছেড়ে, যাবো বহু দূরে । কে যেন ডাকছে আমায়, হঠাৎ পিছু থেকে, হাসি-কান্নার মাঝে যেন, প্রানটি যাবে উড়ে। ভেঙে যাওয়া মন আমার,আসবেনা আর ফিরে, পিছু থেকে ডাকছে আমায়, যাব বহু দূরে।