অশ্রু ঝরা মন


                                                          লেখক: মোঃ রাকিব হোসেন


সুখেরই দুনিয়াতে, আমি বড় অসহায়, 

জীবনের ইতিহাসে, ভেঙে ভেঙে পড়ে যায়।।

স্মৃতির পাতাগুলো, স্মৃতি হয়ে রয়ে যায়,

ভেঙে যাওয়া দিনগুলো, কেন জানি মনে হয়।। 


ফিরে যানি আসবেনা, ঐ দিনগুলি,

ভেঙে যাওয়া মনটা যে, অচিরেই পড়ে রয়।। 

কেন জানি মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো, 

হাসি মাখা দু চোখে, অস্রু ঝরে যায়।।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্যস্ত শহর

ফেলে আসা সেই জীবন