ব্যস্ত শহর
{ লেখক: মোঃ রাকিব হোসেন }
ব্যস্ত শহরে ঘুরছি যখন, দেখছি হাজার মানুষ,
কেউ বা হাসে, কেউ বা কাঁদে, ঘুরছে সারা শহর।
হাসি কান্নার দুনিয়াতে, হাজার রঙের মানুষ,
কেউবা থাকে অট্টলিয়ায়, কেউবা থাকে ঘাটে।
জীবন নিয়ে করছে যুদ্ধ, ব্যস্ত শহরে,
কান্না হাসির দুনিয়াতে, রঙের মানুষ যে।
পৃথিবীর মানুষগুলো, স্বার্থবাজে ভরা,
অসহায় মানুষগুলো, ভেঙে পড়ে তারা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন