মেঘনার ক্রাস
(লেখক: মোঃ রাকিব হোসেন।)
মেঘনার ক্রাসে বিলীন হয়েছে, হাজারো মানুষের জীবন,
কেড়ে নিয়েছে জীবনের সবই, ভেঙেছে তাদের মন।
জীবন যুদ্ধে পরে রয়েছে, মেঘনার পাড়ের মানুষগুলো,
বিটা মাটি হারিয়ে ভেঙে পড়েছে, অসহায় জীবন।
তবুও স্বপ্ন নিয়ে বেঁচে আছে, ভেঙে যাওয়া মন গুলো,
ফিরে কি আসবে জীবন যুদ্ধে, সেই দিন গুলো।
কেন জানি মনে হয় হারিয়ে যাই, ঐসব মানুষের জীবনের সাথে।
মেঘনার পাড়ে গেলেই দেখা যায়, হারিয়ে যাওয়া মানুষগুলো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন