জীবন যুদ্ধ
(লেখক: মোঃ রাকিব হোসেন)
পথ হারানো পথিক আমি, খুজি সারাক্ষণ,
জীবন যুদ্ধের পথিক আমি, ভাঙ্গে না তবু মন।
হাসির মাঝে দুঃখ টুকু, থাকে লুকিয়ে,
ভেঙে পড়া মনটুকু, যাবে না তো হারিয়ে।
শৈশবের স্মৃতিগুলো, ছিল কত ভালো,
খেলাধুলার মাঝে জীবন, শুধু কেটে যেত।
হারানো স্মৃতিগুলো, আসবে না আর ফিরে,
ভেঙে পড়া মন আমার, যাবে হারিয়ে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন