বেকারত্ব জীবন
লেখক: মোঃ রাকিব হোসেন।
বেকাররত্ব জীবন খুবই কষ্টের, যেটা যে বেকার সেই ভালো বুঝে। প্রতিদিন সকাল বেলা থেকে, শুরু করে রাত পযন্ত, পরিবারের কারো না কারো মুখের, কথাই হয় একজন বেকার জীবনের সঙ্গী।
অসহায় পরিবারে জন্ম নেয়া ছেলেটি একদিন ব্যকারত্ত কাটিয়ে সফল হয়, কারণ সে মানুষের বাড়ি কাজ করতে পারে, সে রিকশায় ভাড়া টানতে পারে, সেটা হাজারো কষ্টের জীবন কাটিয়ে,, কিন্তু মধ্যে বিত্ত পরিবার কারো কাছে হাত পেতে বলতে পারেনা, আমার সন্তান টা একজন শিক্ষিত তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। পৃথিবীতে সবচেয়ে, বড় অসহায় একটি মধ্যেবিত্ত পরিবার!
মধ্যেবিত্ত পরিবারের সন্তান, হাজারো চাকরির পরীক্ষা দিলেও হয়না তার একটি চাকরি, কারন সে তো কোন লাইন ঘাট না দরে চাকরির জন্য দরখাস্ত করে, আবার পিতা মাতার কষ্টের টাকা দিয়ে, পরীক্ষা দেয়, কিন্তু রেজাল্ট তো আসেনা, কিভাবে আসবে সেতো কারো সঙ্গে কন্ট্রাক করে নি।আর যদি টাকার কন্ট্রাক করতো তাহলে চাকরি হয়ে যেত।
এবাবেই হারিয়ে ফেলে সারা জীবনের সম্ভল সার্টিফিকেটের মেয়াদ। তখন হয়ে যায় একটি শিক্ষিত সন্তান, বাংলার সন্ত্রাস। বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায়, বড় বড় অপকর্মের রাজা একজন শিক্ষিত সন্তান। কেন কি কারণে হয়, পর্যবেক্ষন করলে দেখা যায়, টাকার জন্য হয়নি তার চাকরি , মানুষের ঘৃণা এবং বিভিন্ন জায়গায় অপমানের শিকার হয়ে, হয়ে যায় অন্ধকার জগতের রাজা।
আর যদি সরকার যদি প্রতিটি শিক্ষিত সন্তানদের যে কোন চাকরির ব্যবস্থা করে দিত, হতে হতো না, একজন শিক্ষিত সন্তান, বাংলার অন্ধকার জগতের রাজা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন