পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্মৃতির বক্ষে অতীত".

ছবি
                                                                                             রাজলক্ষ্মী মৌসুমী : ভালোবাসার সৌধ মিনারে দেখা হয়েছিলো দু"জনায়। অজানা  অনাবিল সুখের ছোঁয়া লেগেছিলো  ভাবনায়। কি আশায় যেনো  স্বপ্ন বুনার কাল্পনিক  সুতোয়  তোমায়   আঁকড়ে  নিলাম অন্তরে।   শ্রাবণের মেঘের  জলের ধারায়  অবারিত মাঠে কতো না সিক্ত হয়েছি  বারে বারে। আজো যেনো সেই স্মৃতি  অমলিন।  একদিন কাঙ্ক্ষিত স্বর্গ আমার   দরজায়।  দু'জনে মিলে যখন   বিশাল সাগর সৈকতে,  প্রকৃতি  উপহার  দিলো আমাদের দু'জনার বসন্তকে। অবশেষে পানকৌড়ি  নৌকায় দু'জনে   সূদুর নীল পাহাড়  চূড়ায়  পৌঁছে  গেলাম।  স্বপ্নসুখের  পায়রা উড়ে বসলো ...

পথ-ভোলানো কুহকিনী

ছবি
                       মুহম্মদ আজিজুল হক: আমি পৃথিবীর পথে হাঁটিয়াছি বিরামহীন পায়ে  চলিয়াছি দেশ মহাদেশ ছাড়ি প্রশান্ত অতলান্ত দিয়ে পাড়ি  শুধু তোমারে ভুলিতে চেয়েছি বলে। আমি ছুটিয়াছি নিরন্তর কত জনপদ রাজপথ ধরি  তোমা হতে দূরে যাবো বলে।  তথাপি, হঠাৎ একদিন দেখি আমি ফিরিয়াছি  তোমারি আঙ্গিনায় তোমারি দ্বারে।  দেখি, আমার পরিক্রমা হয়েছে বৃত্তাকারে।  তা কি পৃথিবী গোলাকার তাই?  আমি পুনর্বার ভ্রমি, ফের তোমা হতে দূরে যেতে চাই।  ফের পাড়ি দেই সপ্ত সাগর, শ্বাপদসংকুল অরণ্যানী,  সংকটময় গিরিপথ, তপ্ত অধরা-দিগন্তী মরুভূমি।  তবু প্রতিবারে কেন পাই আমারে তোমারি দুয়ারে  আমার দূরে যাবার প্রচেষ্টায়?  তবে কি তুমি এক পথ-ভোলানো কুহকিনী?  মায়াবিনী? পথ ভুলিয়ে হাঁটাও আমায় অন্তহীন বৃত্তে!  বারবার বৃথা কেন ফিরাও তব রুদ্ধদ্বারে  আপাদমস্তক ক্লান্ত এই আমারে?  জানিনা কেন তোমার এই নির্মম খেলা; কেন এই অসীম অবহেলা!

নীলিমার শেষ সীমানায়"

ছবি
                     রাজলক্ষ্মী মৌসুমী:- সুদুর  দিগন্তে পা বাড়িয়েছি অচিরেই  যাবো চলে। পেছনে রেখে গেলাম অজস্র ভালোবাসা। আরো রেখেছি স্নেহ - আদর। জন্মেছিলাম   আদুরে ভালোবাসার  মাটিতে।  উর্বর মাটিতে লুটোপুটি খেয়ে মাখিয়েছি কত প্রেমের অঞ্জন। জানিনা হঠাৎ  ধূমকেতু  কালো মেঘের  ঈঙ্গিত  দেয় ঈশারায়।    বুঝে গেছি  সরীসৃপের মতো খোলস  পাল্টানোর  সময় এসে গেছে। শ্রাবণের   অবিরাম বারিধারায়  নিজেকে  শুচি শুদ্ধ   করে নিলাম।  দিগন্তের  নীল আভায় মেঘ রাশির  ভেলায়  মায়াময়  পৃথিবীতে ডুব দেব চিরতরে। আসবো না আর ফিরে , আসুক যত সুখ - আনন্দ, বদলেই  যাবে  যখন জীবনের হৃদ ছন্দ। তবুও আমায় যেতে হবে  নীল নীলিমায়, হে দয়াময় আমায়  পৌঁছে দিও দিগন্তের  রক্তিম শেষ সীমানায়।।

সেই দিন গুলো

ছবি
(লেখক: মোঃ রাকিব হোসেন।)  জীবনের স্মৃতি গুলো, কেন জানি মনে পরে, ভেঙে যাওয়া ইতিহাসে, সবই রবে পরে।।  হারিয়ে যাওয়া দিন গুলো, আসবেনা জানি ফিরে,  তবুও কে যেন,  পিছু থেকে ডাকে ।।  হৃদয়ের আয়নাতে, স্মৃতিগুলো বাসে,  ভেঙ্গে যাওয়া মন গুলো, বারবার  হাসে।।  মনে পড়ে খুব বেশি, সেদিনের কথাগুলি,  স্মৃতিরো পাতায় শুধু,  ভেসে ভেসে  ওঠে।।