নীলিমার শেষ সীমানায়"



                     রাজলক্ষ্মী মৌসুমী:-

সুদুর  দিগন্তে পা বাড়িয়েছি অচিরেই  যাবো চলে।

পেছনে রেখে গেলাম অজস্র ভালোবাসা।

আরো রেখেছি স্নেহ - আদর।

জন্মেছিলাম   আদুরে ভালোবাসার  মাটিতে।

 উর্বর মাটিতে লুটোপুটি খেয়ে মাখিয়েছি কত প্রেমের অঞ্জন।

জানিনা হঠাৎ  ধূমকেতু  কালো মেঘের

 ঈঙ্গিত  দেয় ঈশারায়।

   বুঝে গেছি  সরীসৃপের মতো খোলস  পাল্টানোর  সময় এসে গেছে।

শ্রাবণের   অবিরাম বারিধারায়  নিজেকে  শুচি শুদ্ধ  

করে নিলাম। 

দিগন্তের  নীল আভায় মেঘ রাশির  ভেলায় 

মায়াময়  পৃথিবীতে ডুব দেব চিরতরে।

আসবো না আর ফিরে , আসুক যত সুখ - আনন্দ,

বদলেই  যাবে  যখন জীবনের হৃদ ছন্দ।

তবুও আমায় যেতে হবে  নীল নীলিমায়,

হে দয়াময় আমায়  পৌঁছে দিও দিগন্তের 

রক্তিম শেষ সীমানায়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্যস্ত শহর

ফেলে আসা সেই জীবন

অশ্রু ঝরা মন