সেই দিন গুলো


(লেখক: মোঃ রাকিব হোসেন।) 

জীবনের স্মৃতি গুলো, কেন জানি মনে পরে,

ভেঙে যাওয়া ইতিহাসে, সবই রবে পরে।। 

হারিয়ে যাওয়া দিন গুলো, আসবেনা জানি ফিরে, 

তবুও কে যেন,  পিছু থেকে ডাকে ।। 


হৃদয়ের আয়নাতে, স্মৃতিগুলো বাসে,

 ভেঙ্গে যাওয়া মন গুলো, বারবার  হাসে।। 

মনে পড়ে খুব বেশি, সেদিনের কথাগুলি, 

স্মৃতিরো পাতায় শুধু,  ভেসে ভেসে  ওঠে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্যস্ত শহর

ফেলে আসা সেই জীবন

অশ্রু ঝরা মন