পথ-ভোলানো কুহকিনী
মুহম্মদ আজিজুল হক:
আমি পৃথিবীর পথে হাঁটিয়াছি বিরামহীন পায়ে
চলিয়াছি দেশ মহাদেশ ছাড়ি প্রশান্ত অতলান্ত দিয়ে পাড়ি
শুধু তোমারে ভুলিতে চেয়েছি বলে।
আমি ছুটিয়াছি নিরন্তর কত জনপদ রাজপথ ধরি
তোমা হতে দূরে যাবো বলে।
তথাপি, হঠাৎ একদিন দেখি আমি ফিরিয়াছি
তোমারি আঙ্গিনায় তোমারি দ্বারে।
দেখি, আমার পরিক্রমা হয়েছে বৃত্তাকারে।
তা কি পৃথিবী গোলাকার তাই?
আমি পুনর্বার ভ্রমি, ফের তোমা হতে দূরে যেতে চাই।
ফের পাড়ি দেই সপ্ত সাগর, শ্বাপদসংকুল অরণ্যানী,
সংকটময় গিরিপথ, তপ্ত অধরা-দিগন্তী মরুভূমি।
তবু প্রতিবারে কেন পাই আমারে তোমারি দুয়ারে
আমার দূরে যাবার প্রচেষ্টায়?
তবে কি তুমি এক পথ-ভোলানো কুহকিনী?
মায়াবিনী? পথ ভুলিয়ে হাঁটাও আমায় অন্তহীন বৃত্তে!
বারবার বৃথা কেন ফিরাও তব রুদ্ধদ্বারে
আপাদমস্তক ক্লান্ত এই আমারে?
জানিনা কেন তোমার এই নির্মম খেলা;
কেন এই অসীম অবহেলা!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন