পোস্টগুলি

জুন, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেকারত্ব জীবন

ছবি
লেখক: মোঃ রাকিব হোসেন।  বেকাররত্ব জীবন খুবই কষ্টের, যেটা যে বেকার সেই ভালো বুঝে। প্রতিদিন সকাল বেলা থেকে, শুরু করে রাত পযন্ত, পরিবারের কারো না কারো মুখের, কথাই  হয় একজন বেকার জীবনের সঙ্গী।      অসহায় পরিবারে জন্ম নেয়া ছেলেটি একদিন ব্যকারত্ত কাটিয়ে সফল হয়, কারণ সে মানুষের বাড়ি  কাজ করতে পারে, সে রিকশায় ভাড়া টানতে পারে,  সেটা হাজারো কষ্টের জীবন কাটিয়ে,, কিন্তু মধ্যে বিত্ত পরিবার কারো কাছে হাত পেতে বলতে পারেনা, আমার সন্তান টা একজন শিক্ষিত তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। পৃথিবীতে সবচেয়ে, বড় অসহায় একটি মধ্যেবিত্ত পরিবার!    মধ্যেবিত্ত পরিবারের  সন্তান, হাজারো চাকরির পরীক্ষা দিলেও হয়না তার একটি চাকরি, কারন সে তো কোন লাইন ঘাট না দরে চাকরির জন্য দরখাস্ত করে, আবার পিতা মাতার কষ্টের টাকা দিয়ে, পরীক্ষা দেয়, কিন্তু রেজাল্ট তো আসেনা, কিভাবে আসবে সেতো কারো সঙ্গে কন্ট্রাক করে নি।আর যদি টাকার কন্ট্রাক করতো তাহলে চাকরি হয়ে যেত।  এবাবেই হারিয়ে ফেলে সারা জীবনের সম্ভল সার্টিফিকেটের মেয়াদ।  তখন হয়ে যায় একটি শিক্ষিত সন্তান, বাংলার সন্ত্রাস।...

মেঘনার ক্রাস

ছবি
(লেখক: মোঃ রাকিব হোসেন।)  মেঘনার ক্রাসে বিলীন হয়েছে, হাজারো মানুষের জীবন, কেড়ে নিয়েছে জীবনের সবই, ভেঙেছে তাদের মন।  জীবন যুদ্ধে পরে রয়েছে, মেঘনার পাড়ের  মানুষগুলো, বিটা মাটি হারিয়ে ভেঙে পড়েছে, অসহায় জীবন।  তবুও স্বপ্ন নিয়ে বেঁচে আছে, ভেঙে যাওয়া মন গুলো,  ফিরে কি আসবে জীবন যুদ্ধে, সেই দিন গুলো।  কেন জানি মনে হয় হারিয়ে যাই, ঐসব মানুষের জীবনের সাথে।  মেঘনার পাড়ে গেলেই দেখা যায়, হারিয়ে যাওয়া মানুষগুলো।

ব্যস্ত শহর

ছবি
{ লেখক: মোঃ রাকিব হোসেন } ব্যস্ত শহরে ঘুরছি যখন, দেখছি হাজার মানুষ,  কেউ বা হাসে, কেউ বা কাঁদে, ঘুরছে সারা শহর। হাসি কান্নার দুনিয়াতে, হাজার রঙের মানুষ,  কেউবা থাকে অট্টলিয়ায়, কেউবা থাকে ঘাটে।  জীবন নিয়ে করছে যুদ্ধ, ব্যস্ত শহরে, কান্না হাসির দুনিয়াতে, রঙের মানুষ যে।  পৃথিবীর মানুষগুলো, স্বার্থবাজে ভরা,  অসহায় মানুষগুলো, ভেঙে পড়ে তারা।

অশ্রু ঝরা মন

ছবি
                                                           লেখক: মোঃ রাকিব হোসেন সুখেরই দুনিয়াতে, আমি বড় অসহায়,  জীবনের ইতিহাসে, ভেঙে ভেঙে পড়ে যায়।। স্মৃতির পাতাগুলো, স্মৃতি হয়ে রয়ে যায়, ভেঙে যাওয়া দিনগুলো, কেন জানি মনে হয়।।  ফিরে যানি আসবেনা, ঐ দিনগুলি, ভেঙে যাওয়া মনটা যে, অচিরেই পড়ে রয়।।  কেন জানি মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো,  হাসি মাখা দু চোখে, অস্রু ঝরে যায়।।